Breaking News

যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে উৎখাত না করতে পারছি ততদিন পর্যন্ত মাথার চুল গজাতে দেব না।

উলুবেড়িয়াঃ এন আর সি, সিএ অর্ধেক লোক জানে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে জুজু বানিয়েছে। মানুষ এই সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ ‌‌। তাই এখন এই জুজু বের করেছে। আর ওনার সঙ্গে দোসর হয়েছে বিজেপি। রবিবার আমতার আজানগাছি বাজারে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে এইভাবে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আইনজীবী কৌস্তুভ বাগচী। এদিন তিনি বলেন যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারকে উৎখাত না করতে পারছি ততদিন পর্যন্ত মাথার চুল গজাতে দেব না।আর এই উৎপাত করার দায়িত্ব আমাদের দলের সকলে। তবে এতে দুই একজন দালালি করলেও তাদের বিদায় করে দেওয়া হবে বলে জানান কৌস্তভ বাগচী। তিনি বলেন পশ্চিমবঙ্গ কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে উৎখাত করবে। আইনজীবী বলেন গোটা সরকার চলছে মদের রেভিনিউ জেনারেশনের উপরে। যুবসমাজ গোল্লায় যাচ্ছে। তিনি বলেন পরিকাঠামোর অভাবে একাধিক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান কৌস্তভ বাগচী। তৃণমূল কংগ্রেসের অত্যাচার প্রসঙ্গে তিনি বলেন কোথাও তৃণমূল কংগ্রেস অত্যাচার করলে সেখানে পঞ্চ বেঁধে সভার আয়োজন করলে তিনি নিজে সেখানে উপস্থিত হবেন। কৌস্তুভ বাগচী বলেন কারো হিম্মত নেই তাকে ছুঁয়ে দেখার। মদন মিত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রীর দলের একজন বিধায়ক মুখ্যমন্ত্রীর ব্যর্থতা নিয়ে সরব হয়েছেন। ওদের নিজেদের পরিবারে আগুন লেগেছে। আসলে ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল হওয়ায় এই পরিস্থিতি হয়েছে বলে দাবি করেন কৌস্তুভ বাগচী।

About editor

Check Also

नावानो से महज 500 मीटर की दूरी पर अर्धनग्न होकर प्रदर्शन किया सिविल डिफेंस और डिजास्टर मैनेजमेंट के अस्थाई कर्मीयों ने।

HOWRAH BEST BENGAL RATUL GHOSH मंच पर पहुंचे पश्चिम बंगाल प्रदेश कांग्रेस के अध्यक्ष शुभंकर …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *